বাপ–বেটার যুগলবন্দী
বাবা গিটারে সুর তুলে গানের কিছু অংশ গাইছেন, পাশেই ছোট ছেলে তালে তাল মিলিয়ে গেয়েই চলেছে গান। সবচেয়ে নজরকাড়া ব্যাপার হলো, বাবা আর ছেলের পোশাক একই রকম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর জের ধরে এই বাবা আর ছেলেকে এখন অনেকেই চেনে। ‘বাপ কা বেটা’ নামে ব্যান্ডও করেছে তারা। এই দলে ‘বেটা’ নামে পরিচিত ঋতুরাজ ভৌমিক, আর তার বাবা শুভাশীষ ভৌমিক হলেন এই দলের ‘বাপ’। ঋতুরাজের মা মৌসুমী সাহা ক্যামেরার পেছন থেকে এই কলকাঠি নাড়েন প্রতিটি গানের, প্রতিটি পরিবেশনার।
ছোট্ট ঋতুরাজের বয়স এখন ছয়বছর। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ে সে। ঋতুরাজের বাবা শুভাশীষ বলেন, ছেলের বয়স যখন ছয়মাস তখন থেকে ওর সামনে গিটার নিয়ে গান করতেন বাবা। এরপর যখন একটু বড় হয়ে ঋতু ইংরেজি মাধ্যমে লেখাপড়া শুরু করল, তখন ছেলে যেন বাংলা সংস্কৃতি ভুলে না যায় আর অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার না করে, এ জন্য ওর গানের তালিম দেওয়া শুরু করেন বাবা।
চলতি বছর থেকে ঋতুরাজ ও তার বাবা জনপ্রিয় গানের কভার করা শুরু করেন এবং তা ফেসবুকে ছাড়তে শুরু করেন। ‘পেন্সিল’ নামে একটি ফেসবুক গ্রুপেও ‘বাপ কা বেটা’র গান তোলা হলে দেখা গেল মাত্র কয়েক দিনের ব্যবধানে সেখানে প্রায় ২৫০ মন্তব্য আর কয়েক হাজার শেয়ার। মন্তব্যগুলোর মধ্যে নেই কোনো বাজে কথা। এরপর উৎসাহ বেড়ে যায় বাবা আর ছেলের। তারপর থেকে প্রতি সপ্তাহে একটি করে আসতে থাকে নতুন গান। সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকে ছোট্ট ঋতুর পরিচিতি।
ঋতুরাজের ইচ্ছা বাবা ছাড়াও তাহসানের সঙ্গে একদিন যুগলে গান গাইবে সে। কিছুদিন আগে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছে এই ভাইরাল ‘বাপ-বেটা’ জুটি। প্রতিদিন সন্ধ্যারাতে ঘুমিয়ে গেলেও নতুন কিছু করার জন্য সে রাত প্রায় আড়াইটা পর্যন্ত শুটিং করে গেছে দারুণ আনন্দে। বড় হয়ে একসঙ্গে অনেক কিছু হতে চায় ঋতুরাজ—বিজ্ঞানী, আর্মি অফিসার, পাইলট আর গায়ক তো অবশ্যই।
Source: https://www.prothomalo.com