সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তারকা ‘বাপকা বেটা’র শুভাশীষ ভৌমিক ও তাঁর পুত্র ঋতুরাজ ভৌমিক। সম্প্রতি ‘বাপকা বেটা’র বাবা শুভাশীষ ভৌমিক জানালেন নতুন খবর।Baap ka Beta তাঁর নিজ কণ্ঠে গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশ হয়েছে ‘বাপকা বেটা’ পেজ ও বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে। গানের নাম ‘অবচেতন মন’। জাকারিয়া জালালের লেখায় গানটি সুর করেছেন কনক আচার্য। মিউজিক, মিক্স অ্যান্ড মাস্টার এবং সিন্থেসাইজার করেছেন আর জয়। স্টুডিও স্বাক্ষর। প্রকাশিত গানটি রিয়েলস্টিক এনিমেশন নির্ভর। এনিমেশনের এই ধারার মধ্য দিয়ে মিউজিক ভিডিওর এক নতুন যাত্রার সূচনা হয়েছে মনে করেন শুভাশীষ। মিউজিক ভিডিও পরিচালনায় ‘বাপকা বেটা’। এনিমেশন সহায়তায় স্টুডিও বটতলা। শুভাশীষ বলেন, ‘অনেকটা দুঃসাহস নিয়ে নিজের প্রথম মৌলিক গানের ভিডিও রিলিজ করলাম। অনেক যত্ন করে কাজটি করেছি।’.
Source: www.bd-pratidin.com